অন্বেষা সরকার




পোস্ট বার দেখা হয়েছে


বসন্ত

দিকে দিকে মঞ্জরী পত্র বাহার,
কিশলয় সমাবেশে ভরা সংসার,
বিগত বিলাপ করে ঝরাপাতা শবে,
মহানুষ্টানে কেবা তার কথা ভাবে !
সুখনীড় যেন জল বুদবুদ খানি,
এখনি আছে ফের হয় অভিমানি |
ফাগুনো তো তাই হাসায় কাঁদায়,
কিছুদিন থাকে ফের নীরবে মিলায়..



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ