কলমে- কমলা দে




পোস্ট বার দেখা হয়েছে



একটু ভেবে দেখো তো 


হাসিতেও যে ছোবল থাকতে পারে সেকথা ভাবনি হয়তো ,
ভাবনি একটা গঙ্গা কি কখনো এতো পাপ ধুতে পারে ।
আসন্ন সন্ধ্যা এক সময় গভীর রাতে পরিনত হয় — ঠিকই জানো ।
তবে সেই রাতের শেষে স্নিগ্ধ ভোরের আলো ফোটে ,তা একেবারেই ভুলেছো ।
নিরন্নমুখ কখনো কখনো ঠিক জায়গায় ঠিক কথা বলতে পারে, এসব তোমাদের ভাবনার বাইরে ।
তোমরা ছাতা কি করবে ?
তোমাদের তো রোদ বা বৃষ্টিতে বেরতেই হয়না ।
চোখের জলেরও যে  কোনো স্বাদ আছে,সে সম্পর্কেও তোমরা অবগত নও ।
পেটের খিদে দিয়ে অনেক কিছু কেনা যায় এ তোমরা ভালোই জানো ।
তবে, খিদে পেলে ঠিক কেমন অনুভূতি জাগে তা কি জানো ?
একটু ভেবে দেখো তো ,
তোমরা কি কি জানো আর কি কি জানো না  ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ