নাহিদা নাহিদ




পোস্ট বার দেখা হয়েছে


নতুবা ভোরের ঘরে


আরেকবার হারিয়ে শৈশবীবাঁশির—দোলে
শব্দাবলী ডাকে কঁচিপাতাদের—পোলে
আর থৈথৈ—মন্দ হাতছানি দেয় বিদ্রুপ ঘিরে 
বহুভাষী নদীর তীরে তীর তীর ভিড়ে!

তবুও বিশ্বাস করি এ পথ
বিশ্বাসে রাখি ঐ আকাশ
বিশ্বাস আনি তীব্র সে-ই আয়েশি বাতাসে!
কেননা নতুন দিন জীবন্ত প্রত্যয়ে জাগে
ভাঙে সকল ভুলের হাড়ি মন্ত্রমুগ্ধ দাগে
দেখায়—
শিশুসূর্যের কোলাকুলি 
সুপ্রভাতের মাখামাখি রঙতুলি!

ছেড়ে আসা মৃত্যুরাত মুখোমুখি মৃত্যুতে
আমি হাঁটি আলোর ধুলোতে অচেনা কোলাহল... জলেতে!

ইহনাহিদ জুড়িগাড়ি চড়ে, ডগমগপাল
সাথে ছায়াসঙ্গি ইন্তেকাল

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ