মৃণাল কান্তি পণ্ডিত




পোস্ট বার দেখা হয়েছে



অপেক্ষমান নৌকা
 

আমি অপেক্ষমান বন্দর নগরীর সভ্যতা,
নোঙরে বাঁধা পালতোলা নৌকা,
তোমার স্বেচ্ছাচারিতার ভালোবাসা।
জোয়ার-ভাটার টানে, চেনা পথ পাড়ি দিতে---
আসন্ন বিপদের উৎকণ্ঠায়, সততঃই
মন যখন আমার উচাটন, উদ্বিগ্ন---
তখনও বাধ্য থাকতাম ছুটতে,
তোমার রেশ টানতে,
আমি তোমার সেই ভালোবাসা।

শুনেছি এখন তুমি জাহাজের নাবিক,
ভীষণ ব্যস্ত নাগরিক।
আর আমি!পড়ে আছি  একাকী নোঙরে,
প্রতীক্ষার বলয় ঘিরে,
সমুদ্রের ঢেউয়ের প্রতিনিয়ত,
আঘাত সহ্য করে করে,
না-মঞ্জুর নিষ্ক্রিয় আবেদন নিয়ে,
বন্দর নগরীর অচেনা সেই ঘাটে---
আমি তোমার সেই ভালোবাসা।

চেনা ঘাটের স্রোতের টানে পুরাতন এই  বন্দরে,
হয়তো সত্যিই একদিন আসিবে ফিরে----
সেই মুহুর্তের হবে কবে আসান, কবে হবে অবসান,
সেই প্রশ্ন ঘিরেই বেঁচে থাকার যন্ত্রণায় ---
এই দরিয়ায় আমার, এখনও  নিঃশ্বাস-প্রশ্বাস।
ভালো থেকো, সুখে থেকো,
ওহে! আমার নাবিক।
আমি তোমার সেই স্বেচ্ছাচারিতার ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ