শ্রী সদ্যোজাত




পোস্ট বার দেখা হয়েছে



পরবাস.....
         

দু'হাত বাড়ালেই তো আর দু'হাত ধরা দেয়না,
সে যে আমার কেউ নয়...কেউ'ই নয় !!
সেই দূর হতে দূর নীলিমায় সে যে উড়তে পারে মেলতে পারে ডানা ওই মূর্ত ত্রিযামায়,

তাকে আমার ঘাটে বেঁধে রাখি কেমন করে.....???
সে যে একতারা হাতে জলের আরতি করে গো....
বড় নদীর ওপারে তে অন্য কোনো ঘাটে.....

কথা দিয়েছিলাম তুমি আসলে শেষ বিকেলের বিভাবরী জলনিধি রাখব পঞ্চপল্লবে ভরিয়ে,
সেজে আছি পরবাসে ধূসর হৃদয়ে ভেঙে যাওয়া বনপলাশী আগলে,
সে তো মেহগিনী চাদরে পলাশের রোদবৃষ্টি ঢালে গো,

তাসের খেলাঘরে কালকেতুর জীবন সুমিষ্ট যাপন ,
বিলুপ্ত অস্তিত্ব আবারো হবেনা ভূমিষ্ঠ,
মরমী স্বজন করেছে দরদী মুখাগ্নির আয়োজন বেওয়ারিশ প্রাক্তনে,

সপ্ত সিন্ধু জীবনের দর্পণ, গোধূলি আলোয় আলোকিত হয়ে উঠবে কোনো না কোনো একদিন,
প্রিয় যামিনী তুমি কি জানো..???

মৃত্যুর পরে যাবতীয় পোড়া দাগ ঈশ্বর হয়ে যায়,

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ