সৌমী রাহা আখুলি




পোস্ট বার দেখা হয়েছে


প্রাক্তন


দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় কুড়িটা বছর-
তোমার খবর আর পাইনা; দেখা হয় না সচরাচর।
তুমি ছিলে প্রথম প্রেম, বসন্তের আলতো ছোঁয়া-
আজ তুমি বহুদূরে; দুজনের অন্য চাওয়া পাওয়া।
তোমার স্বপ্ন গগণচুম্বী, আমার পর্ণ কুটিরে বাস
বিদেশে তোমার পাড়ি;আমায় মরীচিকা করে গ্ৰাস।
এক দুই করে মাস বছর পার হল একযুগ,
আমি দিনগুনি অপেক্ষায়; তুমি খুঁজলে অন্য সুখ।
খবর কাগজে বড় বড় করে নাম সহ তোমার ছবি-
পাশে দাঁড়িয়ে ঘনিষ্ঠ রমনী;সে বুঝি এখন সবই?
তোমাকে আজ মনে পড়লেও মনে করাটা বারণ,
মন কি বোঝে কোন অজুহাত;শোনে সে কি কোন কারণ!
জানিনা আজ আমার কথা তোমার কি মনে আছে?
সাক্ষী শুধুই সিক্ত বালিশ;কেউ দেখে না পাছে।
ব্রাত্য করেছ তুমি আমায় আমি আজও শুধু তোমারই,
কামনা বাসনা অপূর্ণতায়, অতৃপ্ত এক নারী।
পাথর তুমি, হৃদয়হীন;খেলেছ নিয়ে আমার মন-
তাই তো তুমি সব ভুলেছ; আমি হয়েছি তোমার প্রাক্তন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ