বৈজয়ন্ত রাহা




পোস্ট বার দেখা হয়েছে


বইমেলায় উড়ন্ত কামিজ 

ঝালমুড়ির ঠোঙায় ঢেকে গিয়েছিল মুখ,
বইমেলা,
লিটল ম্যাগ প্যাভিলিয়নে আছড়ে পড়েছিল
তোমার হলুদ কামিজ --
তোমাকে নদী বলব নাকি ছায়ার গন্ধ--
তোমাকে ছুঁয়ে উড়ে গিয়েছিল শ্রান্তচোখ, মৌন বিতান ;

কবি নই আমি, আজীবন ঘোড়সওয়ার,
তোমার কপালের টিপ থেকে তুলে নিচ্ছিলাম যাবতীয় গোপন--
লাজুক চোখে হেসে উঠছিল সদ্যোজাত প্রচ্ছদ,
অস্তিত্ব কত সুন্দর -- অবিকল জলের মতো --
তোমার মেয়ের চোখ থেকে কুড়িয়ে নিচ্ছিলাম স্বচ্ছ বিস্ময়,
তোমার পুরুষ বন্ধুর চশমায় ভেসে ওঠা পড়ন্ত বিকেলের ঘাসজমি, 
সবুজ,

তুমি চলে গেলে সমস্ত আকাশ অতর্কিত--
সম্ভাবনা বিষণ্ণ তুলি দিয়ে এঁকে দিল পাণ্ডুলিপি
অহমের বুকে আঙুল রাখল সমগ্র,
চিৎকার করে উঠল -- আমাকে ফেলে যেও না ---
তুমি শুনতে পাও নি,

ঝাপসা পৃথিবীর পাড়ে ঠায় দাঁড়িয়েছিল 'সুনীলের ঘোড়া'।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

  1. অনবদ‍্য লেখা। সুনীল-শক্তির পরে বৈজয়ন্ত রাহার কবিতা আবার কবিতা পড়ার ইচ্ছেটা জাগিয়ে তুলেছে।

    উত্তরমুছুন
  2. অসাধারণ একটা লেখা। বইমেলার সময় লেখা জানি। শেষ চারটি চরণ আমাকে ভাবায়! সত্যি ভাবায়, এ ভাবেও ভাবা যায়! ভালোবাসা কবি।

    উত্তরমুছুন
  3. প্রকাশে নতুনত্বের হাতছানি ।

    উত্তরমুছুন