অযান্ত্রিক




পোস্ট বার দেখা হয়েছে




সাধারণ কোলাজ


কেন তাকালে অমন করে,ভিড়ের মাঝখানের,
কেন হেসে গেলে অমন আলগোছে,
সরে যাওয়া টিপ ঠিক করার অছিলায় ঘুরে দেখলে,
দু হাত তুলে খোঁপা করলে এলচুল ,ক্লিপ রেখে দাঁতে।
এতে যদি আমি মরি ভালবাসায় ,খুব দোষ হবে কি তাতে?

আমার কোনো দোষ ছিলো না জানো?সে ওই বন্ধুর দল,
ঠেলে নিয়ে গেলো কলেজের সেই দিনে ,বললো নিজেই বল।
আমি বড্ড সাধারণ ছেলে তুমি সুন্দর কে ফেলো লজ্জায়,
সত্যিই নিজেকে দেখে আর ,তোমাকে ভালোবাসি বলা যায়।

জানি বন্ধু হওয়া সহজ, প্রেমিকও তো বন্ধুই বটে,
তোমার পাশে মানাবে না আমায়,সময় জানালো অকপটে।
কিন্তু ভালোবাসা কি বোঝে ওসব,পাঁজর ভেঙে ছোটে,
কলেজের শেষ দিনেও ভালবাসি তবু আটকে রইলো ঠোঁটে।

অভিমানী মন বোঝেনি তখন,বললেই তবে যায় বোঝা,
বুঝলো যখন ,বুকেতে জখম ,চলছে চাকরী খোঁজা।
খুঁজে খুঁজে হায়, দিন চলে যায়, হতে চেয়ে পেটের গোলাম,
একদিন শেষে, বন্ধুতে এসে,তোমার বিয়ের খবর পেলাম।

কেন বলিনি?,বড়কথা নয়, হয়তো সে বাসেনি ভালো,
যাক সে কথা ,নেই যোগ্যতা, ভালো ঘরেই তবে গেলো।
আজ মিনিবাসে,দিন যায় আসে,পেট টুকু যায় চলে,
আমি সাধারণ ,তাইতো এমন,আছি তুমি পাশে নেই বলে।

পথে যাই আসি,ক্লান্ত সারা মাসই,খাতা কলম আর ঘর,
আমারই পাড়ায়, কড়া পাহারায়,অনেকদিনের পর।
তুমি হেঁটে যাও, থলি হাতে নাও,সংসারী পরিপাটি,
আমি দূর থেকে,যাই শুধু দেখে,ভালোবাসা আজও খাঁটি।

ফিরি রাত করে,মনের ভিতরে,ঝড় জলে ভিজে মাটি,
রোজ রাত ভর, স্বপ্নে বিভোর, পাশাপাশি তবু হাঁটি।
জানি মনে নেই,কেন রাখবেই,আলাদা তো কেউ নই,
সাধারণ আমি, জানে অন্তর্যামী,প্রেম ধরে রাখবই।

সময় গড়ায়, সেও এসে দাঁড়ায়,আমারও ঘরেতে আলো,
সেও সাধারণ,আমার আবরণ,হাতে করে সামলালো।
আমি ভালোবাসি তাকেও অথচ বলিনা একবারও মুখ ফুটে,
সে বুঝে যায় ,কি হয়েছে হায়, মুখ কেনো পাংশুটে।

তাকে দেখি আর,ভাবনা আমার,পাল্টায় দিনে দিনে,
বেরঙ্গীন কিছু, করে নাতো পিছু,কারোর থাকার বিহীনে,
সে পাশে থাকে,হাতে হাত রাখে, জড়ায় সে কোন বিশ্বাসে,
বলে হবে নাকো, তার সাথে থাকো,যে তোমায় ভালবাসে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ