রুরু




পোস্ট বার দেখা হয়েছে





চিত্রনাট্যহীন চলচিত্র 

জলের উপর এগজিমা গয়ে দিয়ে এনজিও জামা
পুষ্যা নক্ষত্রের বাবার আমলের রাজপথ ধরে হাঁটছে ।
জাস্ট জানা  , সুরাসুরে হয়েছিল যে যুদ্ধ  ,
তা কি ছিল  ভোগ দখলে  মানুষের নাড়িভুঁড়ি দিয়ে প্রস্তুত অমৃত ?
কাট   ,  কাট  , কাট, ,,,
পতিতার দেহ ভেসে যায় উদ্ধারণ পুরের ঘাট  !
ধুৎ  !
বাদল অধিবেশন বুঝে মানুষের রক্ত বেচা সুদ  !
ধীরে হলেও সংক্রমণে হচ্ছে প্রচারিত :
মানুষের চিন্ময় লাভ আম গাছের তলায় যুদ্ধবিগ্রহ ধ্যানে আমসত্ত্ব  !
কালস্রোত ব্যতীত কপিরাইট নেই ।
বিরল বনে যে দৃশ্য দাঁড়াল চমৎকার  ---
ধর্মগ্রন্থ ভক্ষনের হমজজনিত কারণে ছারপোকা হাতি হয়ে পেয়েছে ধারাভাষ্যের অধিকার !
অজ্ঞাত মতামতের জন্য ঈশ্বর দায়ী নয়  !
বয়োবৃদ্ধ রসিক গল্পের গ্লোবাল প্রশ্ন ---
আসঙ্গ চুম্বনে কি শব্দ হয়  ?
হোক তবে জয়---
শূন্যের সঙ্গে শূন্যের সঙ্গম ঔরসময়  !


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ