জয়তী




পোস্ট বার দেখা হয়েছে



দুই পৃথিবী

কত তম বয়স আলমারিটার!
ন্যাপথালিনের গন্ধে বুদ হয়ে থাকে জন্ম মৃত্যুর নথিপত্র!

দিনে কতবার ওর দরজা; খোলা- বন্ধ হয়!
সরষে বালিশের পরতে পরতে কত শীতের রোদ্দুর-

টুপটাপ ঝরে পড়া শিউলি শরতে আগমনীর নীলসাদা জামায়;
গান গাইতে গাইতে কারা এগিয়ে যায় দিকশূন্য পুরে!

তাজা রক্তের ঘ্রাণ গন্ধগোকুলের ঠোঁটে -
কে কাকে তাড়া করে বেড়ায় অন্ধের গলিটায়!

কয়েকটা রক্তকরবী ফুটে গেছে ভোরের সুরে ;
জেগে উঠেছে মুকুলের ঘ্রাণ বসন্তের ডালে ডালে -

এই মেদুর রোদ্দুরে- আমি আর সেই আলমারি একই অক্ষরেখায়;
বর্তমান ভাঙতে ভাঙতে নতুন থানের গন্ধে কখন ঢেকে যাই।

দুই পৃথিবী আলাদা হতে আদৌ কোন চাবি থাকে পাল্লার গায়ে!!

   

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ