রমা সিমলাই




পোস্ট বার দেখা হয়েছে



 অপ্রাসঙ্গিক

অগাধ রাতে প্রতিটি নির্দোষ বাতিস্তম্ভে
ঝুলে থাকে ভ্রাম্যমান কিছু শূন্যতা, অথচ
এমন নয় কবিতার সাথে তার নিত্য রেষারেষি।
জনৈক মৃত মানুষ, সমস্ত লেনদেন চুকিয়ে, মাত্র
চারটি কাঁধ আর ইতস্তত কিছু উড়োখইএর ভরসায়
হেঁটে গেল অনিবার্য দিগন্তের দিকে ।  কবি তার না-ঘুম অসুখের ভরসায় নিঃশব্দে জড়ো করেছে স্বরবর্ণের বিভূতি। বিনাবাক্যব্যয়ে আপনাআপনি
জড়ো হয়েছে ব্যাঞ্জনবর্ণ, সন্ধি-সমাস । উলুখাগড়া
বন  উজাড় করে ছুটে এসেছে সমারূঢ় স্মৃতি আর
নিষিদ্ধ গোলাপী আপেল.......
অথচ বাতিস্তম্ভে পুড়ে মরা পতঙ্গের নিয়তি  নিয়ে
সুদকষা বা সিঁড়িভাঙার প্রতিটি অঙ্ক, দিনের আলোয় মিথ্যে হয়ে যাবে - এটুকু বুঝতে এত বেশি
সময় নিলেন কবি,

কবিতার মৃত্যুতে বা অপমৃত্যুতে "বলহরি হরিবোল"
অপ্রাসঙ্গিক ! - ঈশ্বরীর আশ্চর্য বাঘছালে কবি আর কবিতা একাত্ম হয়ে যায় বিদুষী অন্ধকারে !!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ