উদ্দীপক গঙ্গোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


 একটা ঘর 

একটা ঘর, ভীষন নির্জন
বিশ্বাসে ভর পুর একটা ঘর,
চারটে দেওয়াল জুড়ে
অসংখ কবিতার ছান্দিক আলিঙ্গন,
শব্দের কারুকাজ ছন্দের গায়ে-
ভালোবাসার নব্যতায় প্রতিটা ভোর
দক্ষিনের বারান্দায়, ছন্দমিল চুম্বন।

একটা ঘর, চাঁদের আলোর মতো
উঠোন জুড়ে, লুটোপুটি প্রেম,
অথবা, বিলাসী বৃষ্টির মুর্ছনায়
নিয়ম ভাঙা রাতের বিছানায়
দুটো শরীর জুড়ে কবিতার স্নান,
স্বপ্নের ঘর, ভীষন নির্জন
জোৎস্না মাখা অন্তমিল কাব্যতায়।

            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ