অমিয় মল্লিক




পোস্ট বার দেখা হয়েছে




 প্রেমের বাসনা 


চাঁদের বিপরীতে যে অন্ধকার সেখানে ক্রমান্বয়ে দৃশ্যান্তর ঘটে চলেছে আবহমান কাল থেকে আর আচ্ছন্ন চোখের মণিতে ভাসছে আক্রান্ত হৃদয়ের গোপন রক্তক্ষরণে সংক্রান্তি চেতনা অথচ হাতের পাঁচ আঙুলে ধরে রেখেছিলাম রক্তগোলাপের জীবন্ত কাঁটা প্রবল যন্ত্রণা সয়েও ভালবাসার সমুদ্র স্নানে বহুদূর থেকে অগ্রগামী বিস্ময়ে বিজ্ঞ বোকার মতো সময়ের প্রতীক্ষায় বেঁধে দিয়েছিলাম বিচক্ষণ চলাচল অনতিক্রান্ত অভিশাপের মর্মান্তিক অনুশোচনীয় হাহাকারে বসন্তের সীমান্তে ---

তারপরও সেই অরক্ষিত অন্ধকারে অন্ধের মত অপরিচিত শিহরণে কম্পমান শরীর জুড়ে ভঙ্গুর স্বপ্নের দোলায় চেপে অনিশ্চিত ঝাঁপিয়ে পড়া অপূর্ণ বাসনার শিষ্টাচার সাফল্যের আবর্তনে বৃত্তীয় ভাবনায় যদি মিলে যায় অরূপরতন সকল সমান্তরাল সমীকরণে মুগ্ধকর প্রেমের আলিঙ্গন --যা' পেতে চেয়েছি আজীবন...
                     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ