দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে




ভালোবাসে
       

জানলাটা আজও - একপাট খোলে, বন্ধ হয়,
কয়েকশো সাগরের ঢেউ য্যানো ছিনিয়ে নিয়ে গ্যাছে তোমার শরীর,
বিগত সব উপেক্ষাগুলো মহামারি !
শশ্মানের সামান্য ফুল তুলে সাজিয়েছি যে শব,
পুড়তে পুড়তে মাঠে দাঁড়িয়ে থাকা সব রোদ -
ভেজা কাঠের অহঙ্কার তোমায় খোঁজে! 

মনের শেষে একটা শব্দ রেখেছিলাম, 
রেখেছিলাম উড়ন্ত ফড়িঙের চলে যাওয়া,
নাম না জানা ধস্তাধস্তি - ওঠানামা, 
শহুরে পথের নিঃশ্বাসে তোমায় পাওয়া! 

এখন আর অলৌকিক কিছু বুঝি না চারপাশে,
একরত্তি ঠোঁটের ছোঁয়া, একটু উষ্ণতা -
খসিয়ে বুকের সব আঁচলে তোমার পরিচয়, 
সবই উলঙ্গ সোপান, মায়াবী উপন্যাসের মতো জটিল, 
স্মৃতিরা নিখোঁজ,  তবু আসে, রাতের অন্ধকার ভালোবাসে!

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. আহা। কি অপূর্ব প্রকাশ। ভালোলাগা অবিরত।

    উত্তরমুছুন
  2. এক অনন্য ভালোবাসার অনুভূতিতে হারিয়ে গেলেম ৷ যত জটিল হোক অন্ধকার কোথাও যেন অমাবশ্যার রাতে জোনাকীর হাতছানি পাই ৷

    উত্তরমুছুন