কলমে শিবানী বাগচী




পোস্ট বার দেখা হয়েছে




হারানো অভিসারী বসন্ত
       

আমার যাপন ছুঁয়ে,নিস্পলক চোখে দেখা  কিছু অদৃশ‍্য অপহৃত অভিমানী স্বপ্নগুলো বালিশে মুখ গুঁজে দীর্ঘশ্বাস ফেলে।

মুঠোয় আঁকড়ে ধরা অলিক ভাবনা মাখা স্মৃতির পাতারা দুহাত বাড়িয়ে আজো খো‍ঁজে,হারিয়ে যাওয়া একটা আস্ত বসন্তকে।

অথচ সাঁঝ অবেলায় নব যৌবনা অভিসারী বসন্ত আমাকে না ছুঁয়েই বার বার ফিরে গেছে বৃষ্টি ভেজা মেঘ খুঁজতে।

নিঃসঙ্গতার আড়ালে ঠেস দেওয়া কড়িকাঠে একটা সন্ধ‍্যেই বুঝিয়ে দেয় একটা জীবনের সত‍্যিকারের মানে।

ভালো থাকার ইচ্ছেগুলো অবুঝের মতো খোঁজ করে তোর পুরানো ঠিকানা;কখনও বা চেয়ে থাকে তোর অজানা উদ্বায়ী অপেক্ষায়।

বিমর্ষ আঁধার আবেশে,আজ সম্পর্কের ভার মেপে নিতে অযথাই চাওয়া পাওয়ার হিসেব কষি।

সহসা আকাশে মেঘ জমে অনামী অভিশপ্ত প্রহরে;হয়তো বা ফিরিয়ে নিয়ে যেতে ঘরে ফেরার চিরন্তন ঠিকানায়!

বড় ইচ্ছে করে মেঘ জমা সাঁঝ আকাশে যদি দেখা হতো আরো একবার;তবে এক লহমায় খুঁজে পাওয়া শব্দ দিয়ে সাজিয়ে নিতাম গোধুলীর অন্তিম সায়াহ্ণে জীবনের প্রকৃত মানে ---

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ