দেবলীনা




পোস্ট বার দেখা হয়েছে




নিরাময় চেয়ে... 


বহুদিন যাবৎ অদ্ভুত ব্যামো ধরেছে এই শিরায় উপশিরায়
 অক্ষরে অক্ষরে জ্বরভাব -
আলো কমে এলে রুগ্ন শ্রমিকের মতো বোধের বাগানে খুপরি চালাই
শব্দ হাতড়াই !
 শেষে নিজস্ব প্রলাপ লিখি , নিরাময় চেয়ে।

 সে এক যুবতী কন্যা এসে কানে কানে বলে যায় - ‘এমন কিছু লেখো যা পড়লে চমক জাগে’
  শুনে নিজেকে ভাঙ্গতে থাকি , তিলে তিলে
রোদে পোড়া জলে ভেজা পড়ে থাকা বাঁশের মতো খণ্ডিত হই।

 বোধি আলো দ্যেয় , আপ্তবাক্য ভোর

 শপথে ওড়ে রঙিন দিন , উজ্জ্বল ফাৎনা ফড়ফড়ে
ছয়ানট বেজে যায় এসরাজে, ঘুম জেগে ওঠে!

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ