অজিতেশ নাগ




পোস্ট বার দেখা হয়েছে



নির্বোধ

কবিতার সাথে আমার দীর্ঘ চুম্বনের প্রতি কথা আপনি লিখে রেখেছেন।
যেমন করে নকলনবিশ কবিরা এই, ঐ কবিদের লেখা থেকে -
শব্দ, অক্ষর তুলে তুলে নিয়ে এসে অভিবাদনের সংঘাতে যায়।
ধরুন, কপালে জলপট্টি দেওয়ার মতো সান্ত্বনা;
অথবা বেহায়া ভিখিরির মত ছেঁড়া জামা জড়িয়ে রাখার মতো।
আমি হলফনামা জমা দিয়েছি আপনার অগোচরে। টের পাননি।
বাস্তবে নিজের শব নিজের বহন করে নেওয়ার মত চাতুরিতা;
অথবা ‘শরীরের যত্ন নিও’ বলে দ্বিপাক্ষিক শত্রুতা বজায় রাখা - 
ভালোই রপ্ত করেছেন। তবে কিনা বিসমিল্লায় গলদ ছিল!
আপনি কবিতা বলতে নারী বুঝেছেন;
কবিতার শরীর থেকে একটি একটি অক্ষরের সঞ্চয় বোঝেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ