নেপাল সূত্রধর চয়ন




পোস্ট বার দেখা হয়েছে



সারসের  ঠোঁটে মুক্তির মিছিল


শিকারী সারসের ঠোঁটে নিজেকে বন্দী করে
মুক্তির পথ খুঁজি জলের গভীরে
হাঙ্গর কুমির আর শুশুকের ভিড়ে
প্রবাল দ্বীপের পাদদেশ স্পর্শ করে স্বস্তির নিঃশ্বাসে বাঁচার ব্যর্থ প্রয়াস।
নাম না জানা অজস্র শৈবাল বনে
রঙিন মাছেদের মিছিলে খেলি ডুবসাঁতার
মৃত্যুর দুয়ারে খোঁজি জীবনের চৌকাট
প্রাণপণে জাপটে ধরি তৃণ ঘাস।
জীবন চলে সময়ের ট্রেনে না মেনে সিগন্যাল
কখনো বসন্ত কখনো খরা কখনো  রুদ্র বৈশাখ
 নিয়তির ইচ্ছায় চলে সব তবুও তাল মাতাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ