ঋজুরেখ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে



চক্র 
ঋজুরেখ চক্রবর্তী


কামনা উন্মুখ হলে কমনীয় অচিন্ত্য ব্যথায়,
সারাদিন দৈবে কাটে ইহমানুষের।
স্বভাবত দীর্ঘসূত্রী বিষাদ-বিকেলগুলি, দেখি─
পুরনো চিঠির মতো─
ঘরে ঘরে সন্ধ্যা ডেকে আনে,
মৃদু বাতাসের টোকা তাকে দেয় নবনীত প্রাণ,
রেশমের ঘ্রাণে ওম ঘন হয়ে আসে,
মনে পড়ে যাকিছু বিস্মৃতি চেয়ে স্পর্ধা চিনেছিল,
যাকিছু মোহের রূপে ভারাতুর,
যাকিছু অন্ধের মতো স্পর্শসুখে ঋদ্ধ আর একা,
নিরুচ্চার যাকিছু সংবেদ।

কামনা নিবৃত্ত হলে যতিপাতে অগতি সঞ্চারে,
মোহের অরূপ রঙে ঘুম ভাঙে ইহমানুষের।

শেষ স্বপ্নে ভেঙে যায়
কামনার যাবতীয় বাহুল্য লৌকিক স্মৃতিভার।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ