স্বপ্না চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

"সাক্ষী হয়ে থাকতে দাও
    স্বপ্না চ্যাটার্জী

চৈত্রের অভিসারী হাওয়ায় তৃষ্ণায় কাঁপে বুক,
বৈশাখী ভোরে মুকুলের গন্ধ ভেসে 
আসে নতুনের উচ্ছ্বাস বাতাসে,এই বৈশাখে
কি জানি কি হয় শুনতে পাচ্ছি অনন্ত শয্যায় মিছিলের ভিড়ে আলোর তরঙ্গে কিসের সমারোহ, ফুলের মালায় সাজানো মঞ্চে কে যেন গায়।

"বৈশাখ হে, মৌনী তাপস কোন 
অতলের বানী, 
এমন কোথায় খুজেঁ পেলে,
তপ্ত ভালের দীপ্তি ঢাকি
মন্থর মেঘখানি,
এল গভীর ছায়া ফেলে"....

এক আকাশ শূন্যতার মাঝে শোকের বৃষ্টি,
যন্ত্রণার মায়ায় জড়িয়ে মেঘের দল ঢেকে 
রেখেছে চাঁদের আলো।
আমি বেঁচে আছি,এ হে নুতন তুমি কোন বাউলের সুরে বেজে উঠলে, অদ্ভুত শিহরিত পলাশ বসন্তের শেষের বিকেলে উৎকণ্ঠা।
বৈশাখী সন্ধ্যার আলোয় নক্ষত্রের খোঁজে,
পৃথিবী নতজানু সময়ের আয়নায় এ কেমন 
প্রতিচ্ছবি,প্রকৃতির প্রচ্ছদের রঙ ধূসর,
জীবন ছায়ায় সন্ধ্যের গা বেয়ে নামে নতুন মাটিতে 
নিস্তব্ধ ইথারের মায়া।
কি লিখি এসো হে বৈশাখ শৈশবের ছোঁয়া,মিষ্টি 
মুকুলের ঘ্রাণে ভ্রমরার গুঞ্জন শরীর জুড়ে,
ফাগুনের পড়ন্ত বিকেলে ম্লান হয়ে আসা সূর্যের,
সঙ্গে নদীর মৌন মিলন।
এক ঝাঁক নীড়ে ফেরা পাখিদের কলরব বাতাসে 
ওদের যন্ত্রণার আর্তনাদ 
ওরা বসন্তের রঙ গৃষ্মের উত্তাপ আষাঢ়ের মেঘলা 
স্পর্শ সব বোঝে ছুটে বেরায় আকাশের বুকে।
যখন চারিদিকে অসময়ের কান্না অকালের 
নিয়তি পৃথিবীর বুক ভার, আকাশ মাটি মানুষ 
সকলে চিৎকার করে " আমি বাচঁতে চাই"....
আমাকে নতুনত্বের সাক্ষী হয়ে থাকতে দাও
পৃথিবীর বুকে।।


একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

  1. বৈশাখ এনে দিক বাঁচার ইচ্ছা
    অপূর্ব দিদি

    উত্তরমুছুন
  2. কি অপূর্ব অনুভব কবি। সুন্দর উপস্থাপনা ।

    উত্তরমুছুন