বরুণ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

।।বন্ধু-কে যেন আমৃত্যু ছুঁয়ে থাকি।।
         বরুণ চক্রবর্তী 


যাবো কোথায় বন্ধু-কে ছেড়ে? 
বন্ধু-কে যারা নিচ্ছে কেড়ে 
তাদের দু'হাত তুলে বলি 
এসো,বন্ধু পায়ে পায়ে পথ চলি...

কত বন্ধু অবলুপ্ত প্রায়
বন্ধু-রা কি সব হারিয়ে যায়? 
বলি,ওহে- বন্ধু কথা শোনো 
তোমার আমার দূরত্ব নেই কোনো

বন্ধু, বন্ধু করি এ কী অযথা 
শুনছো কি বন্ধু, আমার কথা 
বন্ধু, তোমাকে আমার হৃদয়-গৃহে রাখি
বন্ধু-কে যেন আমৃত্যু ছুঁয়ে থাকি 

অনেকে আসে সঙ্গত বন্ধু ভাবে
কে কোথায় বন্ধুকে ছেড়ে পালিয়ে যাবে 
যে বন্ধু ডাক শুনে ছুটে আসে 
বুঝলাম সেই-ই বন্ধু, বন্ধু-কে ভালোবাসে।।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ