শ্রী সদ্যোজাত




পোস্ট বার দেখা হয়েছে

অঙ্গীকার 
শ্রী সদ্যোজাত 

সম্পর্কে থাকবে নিরলস আলিঙ্গন,
থাকবে সমহারে বিচ্ছেদ সুখী সহৃদয়তা, 
প্রতি বছরে গঙ্গায় বিসর্জনের বিশাল হাট বসে,
এতো ভাবছ কেন ?
ভালো লাগা গল্পগুলোকে কত আর সাজিয়ে রাখবে
তোমার আদুরে সিংহাসনে!
প্রায় প্রতি আশ্বিনেই একহাতে ঘটে স্বস্তিকার আগমন অন্য হাতে ঘটে মহা বিজয়ার উল্লাস,
প্রেম যদি ঐশ্বর্য্য হয়,                             
তবে, অন্তর কিন্তু দাহ্য নয়,
ঘরপোড়া গরদে পঞ্চপ্রদীপটা কিন্তু সর্বনাশের আঁচে কখনোই জ্বলে না এতটুকু,
এটুকুই ধরে রেখো তোমার অর্জিত স্বরচিত পথে বে-পথে
সঙ্গমের মতন দিন রাতের যাত্রাপালাটাও চরম উপভোগ্য বিষয়..
শঙ্কা সংশয় হতে যাবে কোন প্রসাদি দুঃখে?

যত্ন কোণে কোণে মনে রেখো তোমার পরিচিত পথের ভিক্ষুকটা পথের ধুলোকে সমূলে ভোগ করতে পারে,
তুমি কিন্তু অমাবস্যা সাজে আজও অথৈ দোলপূর্ণিমার সিঁদুর পরলেনা!

কোনো এক প্রথম বৈশাখী হয়ে তুমি আসবেই,
মেঠো আল ধরে ধরে কাঁচামাটির সুগন্ধি ভরে ওই আটপৌড়ে সিঁথিখানি ভরে,
রাঙা রাঙা হয়ে তুমি আসবেই এক ভীষণ প্রতীক্ষার প্রলয় সাজে,

 সন্তর্পণের রোদ বৃষ্টি আকাশটাতে কোনো ভয় নেই ,নেই কোনো অশনি দূর্যোগের পঞ্চপ্রদীপ,
আছি আমি আছো তুমি
     আছে আগামীর বৈভব মুক্ত সবুজ নদীর অনামী সনির্বন্ধ দর্পণ,

ঘরবাঁধার দিব্যি কাটবো না,
তুমি এলো এলো হয়ে বহুক্রোশ পথ হারিয়েছ বহুবার,
এবারের বৈশাখী উঠোনটা তে ফিরে আসার আহ্বানটুক নাইবা সাজিয়ে রাখলাম,

তোমার আমার মাঝের এই স্পর্শহারা নির্জন ব্যবধান, 
গোপন নৈঃশব্দকে এভাবেই ছুঁয়ে থাকুক...
শূন্যের পরে অগণিত শূন্য যেমন পূর্ণতার জলছবি এঁকে চলে মোহনার কোল ঘেঁষে,

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ