সাপ্তাহিক সেরা - বিবেক




পোস্ট বার দেখা হয়েছে

অ জু হা ত 
- মালবিকা || বিবেক

বিষাদ, 
 একটা চলমান ঘড়ির বিরাম। 

নিকশ কালো অন্ধকারে জন্ম নেওয়া শোকগুলি হাঁটে সুখের কলোনি বরাবর। মাঝরাতে লিখে রাখা শব্দগুলির কোন নিজস্ব শরীর নেই! তাই চোখের জল গড়িয়ে পড়ে পোশাকের উপত্যকায়।

শান্তি খুঁজে খুঁজে মরিয়া হয় ফেরিওয়ালা, বন্ধ দরজার আড়ালে ধুলোর সাথে খেলে পিয়াসী পাতারা। 

এক জন্মের অবসাদ জড়ো করে অদৃশ্য একটা হাত
একদিন পুড়ে যাবে বলেই, শুকোতে চায় চোখের কণার বিন্দুগুলি!

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ