হরিৎ বন্দ্যোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

বিকেলের বাগানের ঠিকানায়
      হরিৎ বন্দ্যোপাধ্যায়


সন্ধের ছাতিম ফুলের গন্ধের মতো
বিকেলের বাগানে ট্রেন এসে দাঁড়ায়
মাটিতে জমেছে শ্যাওলা খুব
এখানে ওখানে দু'একটা হলুদ পাতা
রোদেলা গাম্ভীর্যের কথা বলে
ছিটেফোঁটা রঙ গড়িয়ে গড়িয়ে
রান্নাঘরের পাশ দিয়ে নদীর ধারে এসে দাঁড়ায়
কথা বলা জলকে থামাতে গিয়ে
নিজের মাথা আর পায়ের ভারে
নিজেই হেসে ফেলে
বটগাছের ঝুরি ধরে কেউ কেউ নেমে আসে

দুপুরের গাড়ির দৌড়ঝাঁপ
এখানে কে যেন কমিয়ে দিয়েছে
সমস্ত চত্বর জুড়ে উড়ে বেড়ায বিকেলের গন্ধ
হৈ চৈ করা বেঞ্চগুলোর গায়ের ঘাম
                                     কবেই শুকিয়ে গেছে
টিনের শেডগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে
কেউ কেউ চলে গেছে বাড়ি
কাছে দূরে দু'একটা আবছা শরীর
সময়ের শেষ পর্যন্ত অপেক্ষায়
রোদেলা দুপুরের গন্ধের কয়েকটা ভাঙা টুকরো নিয়ে
একদিন কেউ একজন
বিকেলের বাগানের ঠিকানায় নেমে আসবে।




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ