সূচনা - সম্পাদকীয়




পোস্ট বার দেখা হয়েছে

" বৈশাখ হে , মৌনী তাপস "
       ✍ সম্পাদকীয় 
     

এই যে এক আশ্চর্য সংকট ঘনিয়ে এসেছে আজ সারা বিশ্ব জুড়ে।এক অদেখা অচেনা বায়বীয় শত্রু মনুষ্য জাতিকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে আর তার থেকে নিজেদের রক্ষা করতে আমরা সাধ্যমতো সাবধানতা অবলম্বন করে চলেছি। কিন্তু তবুও মনের মধ্যে ঘনিয়ে আছে অস্থিরতা ও আতঙ্ক। অজানা ভবিষ্যতের আশঙ্কায় আমরা ভয়ার্ত। তবে যেহেতু আমরা বিজ্ঞান-প্রযুক্তির স্বর্ণময় সময়ে এই পৃথিবীতে অবস্থান করছি, বিশ্বের চিকিৎসা-প্রযুক্তিতে নিযুক্ত  শ্রেষ্ঠ চিকিৎসা-বিজ্ঞানীরা, তাই আমরা সাগ্রহে তাকিয়ে আছি তাঁদের সেই গবেষণালব্ধ ফলের দিকে, যা হয়তো অতিশীঘ্র এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তাকে পরাজিত ও নিশ্চিহ্ন করে পৃথিবীকে মুক্ত করবে। আমরা সবাই সেই শুভদিনের প্রতীক্ষায় আছি আর সোচ্চার কণ্ঠে বলে উঠি কবিগুরুর ভাষায়  ....

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥"

     সমাজ - রাষ্ট্র ও বিশ্বের এমন ভয়াবহ্ পরিস্থিতির মধ্যেও প্রকৃতি চলেছে তার নিজের নিয়মে , তার রূপ রস গন্ধের শৈল্পিক সমাহারে মেলে দিয়েছে তার বৈশাখ ডানা। নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সংকল্প ও প্রত্যাশায় সেজে প্রকৃতি এসেছে নতুন সাজে।
বিদায়ী বছরের সব আবর্জনা দূর করে আমরা আহ্বান জানাই নতুন বৎসরের , ঠিক যেভাবে কবিগুরু বলেছেন ......

 "এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥"

প্রকৃতির নব রূপ ও নতুন বৎসরকে আবাহন জানিয়ে বঙ্গীয় সাহিত্য দর্পণ নিয়ে উপস্থিত "দর্পণ ই - পত্রিকা" বৈশাখ সংখ্যা।
প্রতিবারের মতো এবারেও আশা করি আমাদের এই প্রয়াসে আপনাদের সফল যোগদান সাহিত্য প্রচার ও প্রসারে প্রভাবান্বিত করবে এবং আমাদের ব্লগাজিন আন্তর্জাতিক স্তরে নিজের পরিচয় স্থাপন করতে সক্ষম হবে। এবং আমরা আশাবাদী যে বিশ্ব জুড়ে এই মারণ রোগের মোকাবিলা করে মানব জাতি আবার জয়লাভ করবে জগৎ সভায় শ্রেষ্ঠ জীবের আসন লাভ করবে ... কবি অতুল প্রসাদ এর ভাষায়

   "বল বল বল সবে শত বীণা বেনু রবে....

  ..... জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

     ধর্মে মহান হবে কর্মে মহান হবে

নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে!"



  ধন্যবাদান্তে ,

বঙ্গীয় সাহিত্য দর্পণ
সম্পাদকমণ্ডলী
*****************
দেবাশীষ ভট্টাচার্য্য ( সভাপতি)
এ কে আজাদ ( বাংলাদেশ শাখা),
অনুপ রায় ( অযান্ত্রিক ),
জয়তী দাস , দেবলীনা চক্রবর্তী
          ও
পরিচালন সমিতি ( ভারত ও বাংলাদেশ শাখা )
       এবং
উপদেষ্টা মন্ডলী - অরিজিৎ রায় ,পার্থসারথী ঘোষ
**********************************
যোগাযোগ - darpan.potrika@gmail.com

দূরভাষ - +919088498280
              +918240269819

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. সম্পাদকীয় কলমের জন্য রইলো একরাশ মুগ্ধতা
    বিজ্ঞান এনে দেবে সুদিন,গৃৃৃৃহবন্দি থাকাই যখন সমীচীন

    উত্তরমুছুন
  2. সম্পাদকীয় পড়লে বোঝা যায়, বঙ্গীয় সাহিত্য দর্পণ শুধুমাত্র সাহিত্য নির্ভর নয়, সমাজের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা ও সমান।

    উত্তরমুছুন
  3. অসাধারণ সম্পদকীয় কলমে দর্পণ আমাদের গর্ব

    উত্তরমুছুন