দৃশ্যকাব্য : পৃষ্ঠা ৭




পোস্ট বার দেখা হয়েছে
ছবি : শুভম সরকার 

ক্যামেরা (বা 'ক্যামেরা অবস্ক্যুরা') হল একটি ডার্করুম বা চেম্বার। এর মধ্যে যেটুকু আলো ছবি তৈরি করে সেটুকু বাদ দিয়ে অন্য আলো যথাসম্ভব বাদ দেওয়া হয়। অবশ্য যে বস্তুটির ফটোগ্রাফ নেওয়া হচ্ছে, সেটির উপর আলো পড়া জরুরি। ক্যামেরা ছোটো থেকে অতি বড়ো সব রকমই হতে পারে। যে ঘরে ক্যামেরা সেই ঘরটি অন্ধকারে রেখে অন্য একটি ঘরে যথাযথ আলোর ব্যবস্থা করে বস্তুর ছবি তোলা যায়। বড়ো ফিল্ম নেগেটিভ ব্যবহার করে ফ্ল্যাট কপির রিপ্রোডাকশন ফটোগ্রাফি করার সময় এই পদ্ধতি ব্যবহার করা হয় ।
ছবি : লক্ষ্মী কান্ত পরামানিক

ছবি : নীলাঞ্জন চট্টোপাধ্যায় 






( পরবর্তী পৃষ্ঠা দেখুন .......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ