দেবানন্দের পাঠশালা - দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

দেবানন্দের পাঠশালা
                  

ব্যক্তিকেন্দ্রিক দূর্বলতা কিংবা কালের প্রবাহ সর্বত্র বিবেচিত গাঁথায়। আমরা নীতিমালা জড়িত রয়ে গেছি প্রাচীন ইতিহাস মেপে মেপে সরলরেখায় একরকম। দুঃসহ যন্ত্রণার অলিগলি কিংবা দূষিত জেরবার মানুষের মন । আসলে আমরা ছুটতে ছুটতে বিশ্বাস হারিয়ে ফেলি কোথাও,  আবার বিশ্বাস করে ফেলি বদ্ধমূল। লড়ার ইচ্ছে শক্তি প্রবলভাবে ধ্বসে যায় অজানা দ্বীপের মতো , তলিয়ে যায় নীচে বহু নীচুতলায়।

কিছু মাথা অবশ্যই তুলে ধরা আছে। জাতীয় পতাকার রং কিংবা ভৌগলিক পরিবেশের মতো সজল। আসলে সকলে তুলে ধরতে চায়, আসলে সকলে পথ হারিয়ে হারিয়ে পেতে চায় পথ , আঁকড়ে বাঁচতে চায় সভ্যতার গন্ধ। একটা কোণায় দাঁড়িয়ে থাকলে তোমার উপর দিয়ে চলে যেতে চাইবে  , তুমি যতো সরেসরে যাবে তোমায় আরও সরিয়ে দেবে ওপাশে। এভাবে ফেলে দেবে নীচে  , যেখানে সেও বসে আসে প্রতীক্ষায়।

আসলে আমরা সবাই তলিয়ে তলিয়ে মিলেমিশি ছুটি  ...... ....

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. পিন্টু বেতাল৩১ মে, ২০২০ এ ২:২৯ PM

    যথার্থ বলেছেন কবিবর........

    তবে আজ যে কবি, এই সভ্যতার গন্ধটা- বড্ড বেশী দুর্গন্ধে ভরে যাচ্ছে!
    সরতে সরতে আমাদের যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে!
    তাই লড়ার ইচ্ছেটাকে ধ্বসে যেতে দিলে হবে না----
    বিশ্বাসটাকে তলিয়ে যেতে দিলে হবে না---
    আরো বেশি করে অদম্য সাহসে রুখে দাঁড়াতে হবে.....
    তবেই না ওই কিছু মাথা, জাতীয় পতাকার রং মেখে উচ্চশিরে দন্ডায়মান রবে!!!!

    উত্তরমুছুন
  2. কয়েক টা লাইনে
    অপূর্ব বিশ্লেষণ
    মনে থাকবে বদ্ধমূল বিশ্বাস

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন