দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে
                                          অঙ্কন : লাবনী সরকার 

হারিয়ে যেতে যেতে
পিন্টু বেতাল

হারিয়ে যেতে যেতে,     অজানা রাজপথে,
                 খুঁজেছি, স্বপ্ন-হাজার...
পাইনি দেখা তবু,         এ বুকে ব্যাথা শুধু,
                 ভগ্ন স্মৃতির'ই... পাহাড় !
হারিয়ে যেতে যেতে,     অজানা রাজপথে,
                 খুঁজেছি, স্বপ্ন হাজার…….
সেদিনও ছিল পাশে,        শান্ত অবকাশে,
                  ব্যস্ত, প্রেমের'ই বাহার...
দু-হাতে হাত রেখে,    কাঁধেতে মাথা রেখে,
               "স্বপ্ন"... সুখে' হারাবার...
হঠাৎই, কি যে হলো! আশাটা নিভে গেল!
            প্রেম'টা, হ'লো ছারখার...
এই কি ছিলো মনে?        ছলনা দু-নয়নে!
               স্বার্থ খুঁজে, পালাবার!...
হারিয়ে যেতে যেতে,     অজানা রাজপথে,
                  খুঁজেছি, স্বপ্ন হাজার…...

সেদিনো হ'তো দেখা,   কত যে, ছবি আঁকা!
               ব্যস্ত, পথে'র ওপার...
হঠাৎ'ই, উঠে গেলে,    ব্যাথা'টা, দিয়ে গেলে!
               স্বপনে' নামলো আঁধার…...
চাইনি বেশী কিছু,      চেয়েছি, কাছে শুধু,
               খুশী'তে ভরা, উপহার….
ভাবিনি অভাবে'তে,       ভুলবে, স্বভাবেতে!
               দুটি প্রাণে, গাঁথা ফুলহার…..

ফিরিয়ে দিলে যত,      হৃদয়ে তাজা ক্ষত!
              প্রতিদানে'র ব্যাভিচার...
অচেনা বাহুডোরে',    হারালে, নেশা ঘোরে!
               ছিনিয়ে নিলে, অধিকার!
               দু-চোখে'র-- স্বপ্ন হাজার…..
আজও যে, অবকাশে-   হাত'টা, খুঁজি পাশে!
                প্রেম'টা, করে হাহাকার...
হারিয়ে যেতে যেতে,      অজানা রাজপথে,
                 খুঁজি যে, স্বপ্ন হাজার…...
পাইনি দেখা তবু,         এ বুকে ব্যাথা শুধু!
                  ভগ্ন স্মৃতি'র.. পাহাড়…...

===
বুঝতে শেখা
স্মৃতি বেগ বিশ্বাস

( ছন্দ--স্বরবৃত্ত/দলবৃত্ত/ছড়ার ছন্দ/শ্বাসাঘাত প্রধান।পর্ব ভাগ--  পূর্ণ মাত্রা-৪(চার) -- অপূর্ণ মাত্রা নেই।স্তবক সংখ্যা-০৭)
রাত পোহালে পুব আকাশে
নতুন সূর্য দেয় যে আলো,
তবু বলো এক ধারাতে
হয়না কেনো সবটা ভালো ? 

এক দিকেতে হাসলে জ্যোতি
অন্য দিকে আঁধার কাঁদে,
তাই বুঝি কি ঘুরছে মানুষ
গোলোকধাঁধার বেজায় ফাঁদে ! 

তেমনি দেখি মানুষ মাঝে
আঁধার-আলোর ভেলকি খেলা,
একই মুখে সোহাগ দেখি
আবার যে পাই ক্রোধের ঠেলা।

খবর নিয়ে জেনেছি গো
এর পিছনে স্বার্থ আছে,
স্বার্থ-তাগিদ চেনায় মানুষ
আপন হয় গো কে কার কাছে।

তাই বুঝেছি চলবো একাই
বিশ্বমাঝে নিজের পথে,
সঙ্গে নেবো তাদের শুধুই
যুক্ত যারা সৃষ্টি-কাজে।

সৃষ্টি-কাজে সফল হলেই
নাম হবে যে  স্রষ্টা জানি,
জীবন-পথে তাদের সবাই
ভবিষ্যতের দ্রষ্টা মানি।

আগামীরই লাগাম ধরে
ছুটছি সবাই বর্তমানে,
লাগাম বেছুট হলেই জানি
থাকবেনা ঠাঁই কোনোখানে।

===
এমনটাও হতে পারতো
মিমি বিশ্বাস 

       এমনটাও  হতে পারতো যদি  তুমি আর আমি আবার একসাথে  চলতাম, 
এমনটাও  হতে পারতো যদি তোমার না বলা কথা গুলো আবার আমি শুনতে পারতাম,
এমনটাও  হতে পারতো যদি আমাদের  গড়া স্বপ্নের বালিঘরটা হঠাৎ  দমকা স্রোতে ভেঙে না যেত,
এমনটাও  হতে পারতো যদি রাতজাগা একরাশ  কষ্টের মাঝে তোমার দেওয়া প্রতিশ্রুতিগুলো ভেঙে  না যেত, 
এমনটাও  হতে পারতো যদি হারানো জীবনপথের অলিগলি প্রেমের নতুন স্পর্শ জাগিয়ে  রাখত,
এমনটাও  হতে পারতো যদি  খেয়াল  স্রোতে একে অপরের সবকটা ভুলের শিকার জানানো যেত।

 তবে কোথায় কী? নেই আমি,নেই তুমি 
  নেই কোনো আশা নেই ভালবাসা, 
  শুধু থাকার মধ্যে যা রয়ে গেল তা অভিমান, 
 না, এ শুধু অভিমান, না তাও নয়,এ হলো বিদায়,   
            চিরবিদায়, 
 ভালোথাকার ভালোরাখার ভালোবাসার নতুন এক অধ্যায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ