কবিতা গুচ্ছ | দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

                                     অঙ্কন : লাবনী সরকার  


এক্স ফ্যাক্টর


অবুঝ থেকো - 
নিয়েছো পরিণতি এবং হাওয়ায় শীতলতা,
রেখো - রেখো ;
পুরানো সৈকত -
বালির ধ্বসে যাওয়া,
ঢেউয়ের কঠিন বুকে - 
সহজ - সহজ ;
আমি শব্দ শুনতে পাই -
সবটুকু ফিরে আসার।
যদিও অপেক্ষা থেকে যায় -
অবুঝ থেকো ..

===

মুহুর্ত 


নবম মুহুর্তে , প্রথম -দ্বিতীয় থেকে যায়,
চতুর্থ - পঞ্চমের আশেপাশে জমে যায় ধুলো,
তৃতীয় শেষ পর্যন্ত কথাদের ছুঁয়ে থাকে,
ভাবনার জগতে একাধিক বয়ে যাওয়া,
কিংবা রেখে যায় পদাতিক ষষ্ঠ গোছের সময়।
সপ্তমে কেবলই বয়ে থাকা -
নিঃশ্বাসের মতো টানা ছোড়া স্মৃতি,
হাতড়ে হাতড়ে মন খারাপের মুখে - 
ঠেকিয়ে দেওয়া বেঁচে থাকার মাস্ক ।

দশমে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। 

===

লতানো 


আসলে সভ্যতা পুরানো হয়ে গ্যাছে ,
জটিল কিছু পাশাপাশি আলোচনার স্তম্ভ ;
প্রতিদিনই বেড়ে ওঠা পরিচিতির ভিড়ে -
আমি লতানো ; এখনও।

রংচঙে মুখে বেরসিক পথ চলা -
ইদানিং হতাশায় ভুগছে সকলে,  
তবুও আস্তিনে কথা বলা ।

সকাল পেতে রাখো - রাতের ভারাক্রান্ত বুকে ,
সকলে গ্যাছে পানশালায় -
সকলে গেলাস হাতে নেশায়!

আমি ল্যাম্পপোস্টের নীচেই বসে আছি -
আসা যাওয়া দেখি -

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দুর্দান্ত কিছু লেখা !! অসাধারণ

    আর অপূর্ব সুন্দর লাবনীর আঁকা 👏👏

    উত্তরমুছুন