দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে
ছবি লাবনী সরকার 

অনুভূতি
তথাব্রত সাহা

তোমাকে দেখলেই  মনে হয় ..
      এঁকে রাখি আজকের অনুভূতি গুলোকে।
       তোমার শরৎের আকাশ হাওয়া হাসি , 
    স্বচ্ছ সরোবরের চোখ , লেখার ভঙ্গিমা  , 
সব মিলে ফুটে উঠুক এক একটা মুহুর্ত ।  
সংযোজন হোক সুখ দুঃক্ষের 
    কোমল পাপড়ির মতো জীবনের এক একটা অধ্যায় ।
তোমার চলার পথে যেখানে পড়ে আলো আর ছায়া..
           যেখানে কান পাতলে শোনা যায়..
গোপনে ঝড়া পাপড়ির শব্দ , পাপড়ির কান্না , পাপড়ির দাপাদাপি । 

তোমাকে দেখলেই মনে হয়.......
      আবার ফিরে আসি ছেড়ে আসা বাগানের পাশে 
           অনেক শ্বাস যেখানে বাঁচার আলো পেয়েছে , 

ফুলের ছড়িয়ে পড়া পাপড়ির  মধ্যে । 
        যেখানে বিপ্লবী মন ডাক তুলে গেছে গানের ছন্দে
নিঃশব্দে ঝড়ে যাওয়া পাপড়িতে । 
         যেখানে স্বপ্ন  আপন মনে ভেসে বেড়ায়  সীমাহীন  উদ্ধকাশে পাখির কলরবে ।

তোমাকে দেখলেই মনে হয় , 
আজ কতো কি ভুলে যাচ্ছি যা ভোলা উচিত ছিলো না ।
         কতো কি জমেছে মনের আনাচে কানাচে রান্না ঘরের ঝুলের মতো , 
     আর ঐ ভুলে যাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হোলে
         মনে রাখার তালিকাটা ঝুলিয়ে রাখতে হবে
অন্তত নিজের জন্যে ।

===

বেদনাসুর                       
 মিমি বিশ্বাস                   

 স্বপ্নগুলো আলগোছে ডানা মেলে,
চিলেকোঠা হতে রোজ রাতে উকিঁ মেরে;
ভোলায় মোরে সহস্র বেদনারাশি,
কানেকানে দিয়ে যায় নতুন সকালের হাতছানি।
দিগভ্রষ্ট পাখির ন্যায় হারায় মোর চেতনা,
বাহুতে নিয়ে মম মস্তক, চুপিসারে সে কহে;
কোথায় কে? কোথায় তোমার বেদনা?
একবার, শুধু একবার মোরে আলিঙ্গন করিয়া কহ,
তব ক্রন্দন কভু বৃথা হবে না দেখো।
উষ্ণ স্পর্শে, উষ্ণ রসে, যেথায় হারাও মোরে;
না ছাড়িব তব হাত কোনো কালের মিথ্যা আঁধারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ