দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে
ছবি সংগৃহীত

ভেসে যাওয়ার সুখ
পিন্টু বেতাল


ভাসমান বাতাসেতে, মেঘেদের উল্লাসে,
গুড়গুড়-দুদ্দাড়, রিমঝিম-রুমঝুম,
                        খুশী'র পরশে আজি ভিজলাম
বৃষ্টিকে সাথে নিয়ে, বৃষ্টির সুখ ছুঁয়ে,
                                বর্ষা'র ছন্দে'তে মাতলাম
প্রাণে'র খুশী'তে আজি, আশা'র চাতক সাজি,
                              বৃষ্টি'র ধারাপাতে হাঁসলাম
                         বর্ষার'ই প্রেমে আমি ভাসলাম

তপ্ত কিরণ ভূলে, ময়ূর পেখম তুলে,
উঠলো যে নেচে ওই, বৃষ্টির সুরে ।
গাছেরা দোলাবে পাতা, প্রেমিক খুলবে ছাতা,
প্রেমিকা, কি ক'রে আর, থাকবে সে দূরে?
বৃষ্টি'র সহবাসে, বসবে সে এসে পাশে,
                    দৃষ্টি সুখের মোহে, উড়ে চললাম
প্রাণ খুলে আমিও, কদম ফুলের মত,
         সুন্দরী বর্ষার, মধুর রঙেই  মন হারালাম
                        বর্ষারই প্রেমে আমি ভাসলাম

পূলকিত আজ মন, সিক্ত প্রাণের বসন,
বর্ষার ছোঁয়া পেয়ে, ধানক্ষেতে আলোড়ন,
কাদা জল থৈথৈ, মাঠে ঘাটে হৈচৈ,
ভিজবো খেলার ছলে, বৃষ্টি যে ঝরে ওই !
                   খুশী'র জোয়ারে' আজি ভাসলাম
কার কি বা এসে যায়?  কাগজের নৌকায়
ঢেউ তুলে এলোমেলো,
                        জমা জলে, হর্ষেতে  মাতলাম
ভাসমান বাতাসেতে, মেঘেদের উল্লাসে,
                     অঝোর খুশীর ধারায় নাইলাম !
বৃষ্টি কে সাথে নিয়ে, বৃষ্টির সুখ ছুঁয়ে,
                         বর্ষার'ই প্রেমে ভেসে চললাম…...

===

Statement .....
Labani sarkar

I don't agree with this statement that "when heart breaks , everything breaks ". 
No , I think when heart breaks , everything falls at place. We start focusing on  our careers,  become a writer,  Singer,  or poet as per our interest . We become a person of value and this is cherishing. So,   heartbreak is important to achieve great heights of success in life. Heartbreak just activates that fire in us. 
So .... yeah...." love is important , but heartbreak is more important ".

===

রবিবার
পরাগ চৌধুরী

যে-লোকটা রবিবার ভুলেও
এর ওর তার হয়ে কাজ করতো
আর বাড়িতে মুখ ঝামটা খেতো
সে মারা যাওয়ার পর
তার জ'মে থাকা রবিবার কেমন আছে?

প্রেম পর্বে যারা রবিবারের বিকেলের জন‍্য
সপ্তাহভর মুখিয়ে থাকতো
বিয়ের পর সংসার
তাদের রবিবারকে কতোটা অপেক্ষায় রেখেছে?

যে-মেয়েটা ব‍্যস্ত গুরুর কাছে
কোনওক্রমে একটা রবিবারের সকাল
নাচ শেখানোর জন‍্য জোটাতে পেরেছিলো
পেশাদার নৃত‍্যশিল্পী হয়ে যাওয়ার পর
তার স্মৃতি-কষ্ট-সুখ রবিবার কেমন আছে?

ছুটির দিন আসলে বেশি নিয়মতান্ত্রিক
জীবন মানে রবিবার হারানোর বারবেলা...

===





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ