কবিতা | অমল কুমার ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে


যুদ্ধ চলছে
অমল কুমার ব্যানার্জী 

যুদ্ধ চলছে মন মরুদেশে, রক্তের রং কালো।
আবীরের সাথে একি খেলা আজ জীবন ভেলায়।
উত্তর থেকে দক্ষিণে আসা যাওয়া, মাঝে দ্রাঘিমা রেখা প্রতিবাদ করে।
রাতের অন্ধকারে তারাদের হাতছানি, সমুদ্র গর্ভের নাব্যতা হ্রাস পায়, সমস্যা গভীরেই থেকে যায় ।

লাইট হাউসের বাতিগুলো বারবার জ্বলে আর নিভে,
দূরে সমুদ্র গর্ভ থেকে কোন এক নাবিকের সার্চলাইট এসে পড়ে মুখমণ্ডলে। 
কে বসে ঐ সমুদ্র সৈকতে, আমি আজও খুঁজে ফিরি সেই মায়াবীকে। 

আজও এ সন্ধ্যায় অজানা বাঁশির সুরে কে যে গান গায়?
আমি খুঁজি বাঁশরীর তালে সেই মায়াবীকে-
আজও সেই সমুদ্রসৈকতে হেঁটে চলা জীবনের পথে।
চাঁদের আলো সমুদ্রের নীল জলে, ফেনীল বারিধি 
মিশে চন্দ্রলোকে, আবার ভাটার টানে নেমে আসে।

জোয়ার ভাটার মাঝে প্রেম বিরহের খেলা অনন্তকাল ধরে। 
সকাল হয়ে আসে, নুলিয়ারা মাছ ধরে ঘরে ফিরে,
সমুদ্র উত্তাল, জীবনের প্রতি পদক্ষেপে-
যুদ্ধ চলছে, আমি আজও গভীরের তল দেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ