রাইকিশোরী সিরিজ | সুকুমার রুজ | (২৬ - ৩০ )




পোস্ট বার দেখা হয়েছে

____________________________________

               রাইকিশোরী সিরিজ

                       সুকুমার রুজ

                         (২৬-৩০)

____________________________________

                           (২৬ )

ছবি সংগৃহীত 

পরকীয়া বোঝো


তোমাতে বিভোর আমি স্বপ্নের মশগুল টানে,

আনজনে  বুঝবে কি পরকীয়া-পীরিতির মানে!

পর্ণমোচী গাছেরাও বসন্তবাতাস প্রেমে মজে,

দাম্পত্য নিয়ম ভেঙে প্রকৃতিও সেই প্রেম খোঁজে।

গার্হস্থ্য সুষমা শুধু চিক্কন মধুরাত দেয়,

তোমার আমার প্রেম বিশ্বের কালি শুষে নেয়।

নির্ভেজাল শর্ত ভেঙে দাম্পত্যে কলহ যাপন...

পরকীয়া-খুনসুটিয়  সুখে ভরে দুজনার মন।

তাই বলি ওগো গৃহী, গৃহে থেকে পরকীয়া খোঁজো,

পরেতে আসক্ত নয়, ঠিকঠাক পরকীয়া বোঝো।

ছবি সংগৃহীত 
( ২৭  )

জীবনের নির্যাস 


কখনও কখনও

উপেক্ষা আর উৎসর্গ

একই সাথে থাকে

আবেগ যে পদ্মপাতায় জল

শুধু মন ছুঁয়ে রাখে

স্পর্শের উষ্ণতা নয়।


সে তো বুদবুদ মুহূর্তে মিলিয়ে যায়

মন-ছোঁয়া ভালোবাসায়

জীবনের নির্যাস সুগন্ধ ছড়ায়...

ছবি সংগৃহীত 

(২৮ )

প্রেম-পারাবার


ওগো রাই!

তোমার বুকের গহীনে হাত ডুবিয়ে

মুঠো মুঠো প্রেম তুলে আনি।

তুমিই করেছ প্রেমিক,

এ-কথা তো বিশ্বে জানাজানি।

বিশ্বপ্রেম শিখে নাও নওলের কাছে,

এ ধরায় এর চেয়ে বড় কিবা আছে!

প্রেম পেতে তোমার জগতে করি দরবার,

বিশ্ব জানে, আমি নাকি প্রেম-পারাবার!

ছবি সংগৃহীত 

(২৯ )

 অনন্ত আনন্দ 


জানি যেতে হবে আরও অনেক পথ 

তাই রেখে হাতে হাত করেছি শপথ।  

এ ধরণীর অনন্ত আনুগত্য ঘিরে 

ঋতুচক্র সুখ-দুঃখ আসে ফিরে ফিরে।

তবুও নিবিড় সে ঘূর্ণন বাধা পায়

ধুলোমাখা ভুলচুক আলো খুঁটে খায়।

চুরমার অক্ষর গোছাতে বারবার 

আতিশয্যে ভুল অভিমানে ছারখার।


ক্রমে ক্রমে ভালোবাসা ডানা ঝাপটায় 

আবার আনন্দ অনন্ত আশকারায়।

রোদ-বৃষ্টি ঝড় -জল খায় চেটেপুটে,

অনাবিল প্রেম আসে এই বক্ষপুটে।

সকলই প্রেমজাত অপার বিস্ময় 

এভাবেই অতিক্রম হৃদয়ে প্রণয়। 

 

ছবি সংগৃহীত 

(৩০)

কালোরঙের ক্যানভাস


প্রত্যাশার শরীর থেকে সরিয়ে নিচ্ছি

মায়াজড়ানো সুখের প্রতীত...

প্রেমজ মান্যতায় যে সংযোগ ঘটেছিল,

তা আজ অতীত।


গ্রীষ্মের রুক্ষতায় হারিয়েছে সজীবতা,

ভিজতে পারিনি গৃহাসক্ত আর্দ্রতায়,

তাই এমনি করেই আলো ছুঁয়ে, ছায়া ছুঁয়ে,

দহন ছুঁয়ে ছুঁয়ে যাই।


সোহাগ-আকাঙ্ক্ষা, মিলনের পরিযায়

ভনিতাহীন স্বাভাবিকতা না পেয়ে

হয়ে যায় মূক...


এভাবে শুধুই  কালো রঙে

ভরে যায় দৈনন্দিন

জীবন-ক্যানভাসের বুক।


আমাদের স্বপ্নগুলো বুকের মাঝে

আকুলি বিকুলি, ভুলবোঝার বাঁধে

আটকে করছে হাঁসফাঁস


সত্যিও তো হতে  পারতো

এই নিয়ম-নিগড়ে বাঁধা চৌহদ্দি ডিঙিয়ে

গড়ে তুলতো নতুন ইতিহাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ