দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে

অশ্রুর চেয়ে কোন ফুল নেই

এ কে আজাদ


রোদভাঙা দুপুর হাতে নিয়ে হেঁটে গেছি অতদূর!

একটা মোহনীয় সময়কে কাঁধে নিয়ে নেচেছি কতবার!

তারপর শরৎকাল থেকে হেমন্তে, হেমন্ত থেকে শীত - 

এভাবেই শিমের ফুল হয়ে সমস্ত শরীর জুড়ে বয়েছে শিহরিত বাতাস!


তারপর একটা জলের স্রোত এসে ভেঙে গেছে বুকের কিনার!

ফেনাইয়া ওঠা আবেগের পার ভেঙেছে অবিশ্বাসী ঢেউ,

কোথাও নেমেছে চেয়ে থাকা রাত্রি, দেখেনি কেউ।


কোথাও হয়তো জেগেছে জোয়ার, কোথাও পড়েছে ভাটা!

ফুঁপিয়ে উঠেছে বাতাস, কোথাও জলে ভিজেছে গা টা।


অবশেষে জেনেছে জীবন - 

অশ্রুর চেয়ে কোন ফুল নেই এই জীবনের পথে,

দীর্ঘশ্বাসের চেয়ে কোন প্রেম নেই এই ধরণীর রথে।

====

ভুল অধ্যায়

সংঘমিত্রা সরকার


পৃথিবীর 

যুদ্ধ ক্ষান্ত হলে ,

আজ থেকে বহু শতাব্দী পরে, 

একদিন তোমার বাহুপাশে এক শহর ক্লান্তি ঢেলে, 

দু চোখ বুজে যখন সজীবতা খুঁজবে উত্তপ্ত দীর্ঘ শ্বাস,

বিষণ্ণ গোধূলিতে 

দূরের তুফানে সমুদ্রের গভীরতা কাঁপিয়ে,

জাহাজের মাস্তুল তখন সাক্ষ্য থাকবে দাঁড়িয়ে একা।

তরল অন্ধকারে,

নিদ্রাহীন রাত্রি পেরিয়ে,

সোনালী সকাল দেখার আশায়,

সূর্যকে খুঁজেছি কত !


একসাথে ভোর দেখার স্বপ্ন 

এজন্মে বুঝি পূরণ হোল না 

আর -

ভালোবাসার আকাশ থেকে,

সবটুকু অভিমান 

আজ না হয় তুলেই রেখে দিলাম।

তবুও চেতন অবচেতনের ভেতর,

সব যেন কেমন ভুল হয়ে যায় বার বার !

শুক্লা দ্বাদশীর দিনে 

ফিরে এসে দেখেছিলাম, কবিতার খাতা জুড়ে গজিয়ে,

উঠেছে অচেনা ঘাস!


সেই শব্দময় প্রেম,

কোন সময় বড় দুর্বল করেছিল চার অধ্যয়ে জুড়ে ,

সামান্য সজীবতা পেয়েছিল প্রত্যাশাবাহী জীবন,


আজ বেদনায় ভরে আছে, 

জীবনের বাকী অধ্যায়,

আর পিছন ফিরে চেয়ে আছে স্খলন নিরুপায় 

====

পাহাড়

সুদীপা মন্ডল


সবুজের নেশায় বুঁদ পাহাড় 

ছুঁতে চায় তাকে

সবুজ রঙে মন হারিয়ে 

স্হান দেয় বুকে।

কঠিন,কঠোর ধূসর পাহাড় 

চায় একটু ভালোবাসা 

মনের ঘরটা সবুজ হলেই

প্রেম যে বাঁধে বাসা।

সেই সবুজের কাছে যেমন

ধূসরতা যায় ছেড়ে 

উঁচু পাহাড়টাও  নত  হয়

সবুজের নেশায়  হেরে।।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ