ণ/ন ব্যবহার এর নিয়ম




পোস্ট বার দেখা হয়েছে

 

আসুন আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে আমরা একবার চোখ বুলিয়ে নিই দন্ত্য- ''ন" ও  মূর্ধন্য- "ণ " এর ব্যবহারে ।

✍ ণ/ন ব্যবহার এর নিয়মঃ

ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
এই পঁচিশটি বর্ণকে বলে বর্গীয় বর্ণ।এই বর্গীয় বর্ণের তৃতীয় সারিতে আছে--ট ঠ ড ঢ

১) মনে রাখবেন তৃতীয় বর্গীয় বর্ণ হচ্ছে--ট ঠ ড ঢ। চারটি বর্ণের সাথে কোনো "ন" যুক্ত হলে তবে সে বর্গের পরের মূর্ধন্য "ণ" হতেই হবে 

যেমন--
ঘণ্টা, লণ্ঠ, ভণ্ড ইত্যাদি।

২) ঋ র ষ এর পরে কোনো  "ন" থাকলে তবে সে ন-ও অবশ্যই মূর্ধন্য। "ণ" হবে।

যেমন--ঋণ, মরণ, ভীষণ ইত্যাদি।

৩) ট-বর্গের পূর্বের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। 

যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড।

৪) প্র, পরা, পরি, নির্‌- উপসর্গের এবং 'অন্তর' শব্দের পরে নদ্‌, নম্‌, নশ্‌, নহ্‌, নী, নুদ্‌, অন্‌, হন্‌- কয়েকটি ধাতুর দন্ত্য-ন মূর্ধন্য-ণ নয়। 

যেমন: 
প্রণাম, পরিণাম, প্রণাশ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।

৫) প্র, পরা প্রভৃতির পর 'নি' উপসর্গের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়।

 যেমন: 
প্রণিপাত, প্রণিধান ইত্যাদি।


৬) কতোগুলো শব্দে স্বভাবতই ণ হয়-

চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।


৭) বিদেশী শব্দের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না।

 যেমন:
 কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন।

 ৮) পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। 

যেমন: মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়।

৯) পদের শেষের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। 

যেমন: কর্মন্‌, ব্রাহ্মন্‌।

১০) বিদেশী শব্দে সাধারণ ণত্ব বিধানের নিয়ম প্রযোজ্য হয় না। 


ধন্যবাদ।।
দেবাশীষ ভট্টাচার্য্য 
তথ্যসূত্র : সংগৃহীত 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর করে বোঝানো হল ,আনেক অনেক ধন্যবাদ,অনেকে উপকৃত হবে।

    উত্তরমুছুন
  2. খুব সমৃৃৃৃদ্ধ পোস্ট ৷ খুব উপকৃৃত হলাম ৷ ণ এর ব্যবহার জনাটা খুব জরুরি লেখার ক্ষেত্রে ৷

    উত্তরমুছুন