শারদ সংখ্যা ২০২০|| কবিতা || মৃণাল কান্তি পণ্ডিত




পোস্ট বার দেখা হয়েছে

সরসী মন
মৃণাল কান্তি পণ্ডিত

আমি মিশে আছি শব্দের মাঝে,
আবেগী উচ্ছ্বাসে শরতের প্লাবনে।
শিউলি সুবাসে হাজারো কাজের নিঃশ্বাসে,
ভাবনার ভীড়ে নিজেকে হারিয়ে।

মা'যে আসবে এবার ঘোড়ায় চড়ে,
ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে তাই সবার মনে।
শরৎ পায়নি শিশিরের ছোঁয়া ঋতুর ধারাপাতে,
তবুও চলছে বরণের আয়োজন ব্যাকুল অনুভবে।

এরই মাঝে রিক্ত মনে কাশফুলের আনন্দ,
আগমনীর সুরে বাজে শরতের প্রসারিত ছন্দ।
মনে মনে পোষণ করে  মহামারীর বিদায় প্রার্থনা,
আনন্দ ঘুমে মাতাল হৃদয় খুঁজে ঢাকের বাজনা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. শারদ সংখ্যা ২০২০ - এর বঙ্গীয় সাহিত্য দর্পণের এই ই-বুক পত্রিকায় আমার কবিতা 'সরসী মন' প্রকাশিত হলো। আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত। এই পরিবারের সকল সদস্য সদস্যাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
    কৃতজ্ঞতা জানাই যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার লেখা এই শারদ সংখ্যায় স্থান করে নিতে পেরেছে। দর্পণের প্রতি রইলো আমার আন্তরিক ভালবাসা ও শুভ কামনা। দর্পণ এগিয়ে চলুক আপন গতিতে, এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।

    উত্তরমুছুন