শারদ সংখ্যা ২০২০ || কবিতা || পলাশ দাশ




পোস্ট বার দেখা হয়েছে


আমি আগুনময়ী নারী
 পলাশ দাশ 

যখন তখন, আমার শরীরের অজুত কোষপ্রাচীর -
হতে সদ্য কষে পড়ে ক'ফোটা রক্ত শিশির, 
নৈরাশ্যের অগ্নি বাসরে এ রাধিকার তনু মন
তাড়িত,ক্লান্ত,ভীত রচনা হয় যদিবা ললাট লিখন,
তবু আজো আমি তাজ মহলের মতো দাড়িঁয়ে আছি,
সকল ঘৃনা,অবজ্ঞা,অবহেলা ভুলে মাথা তুলে বাঁচি। 
মাধবীলতার মতো রাতের আঁধারে সু-সজ্জিত বিছানায় সৌরভ-
ছড়ায়,রাজবাড়ীর সিংহদ্বারে বাড়িয়ে দিই বংশগৌরব, 
স্বপ্ন বোনা বিনিদ্র রাতে দুচোখ  রক্তজবা করে
আমার দুরন্ত কেশ রাজি বারংবার যাবে যে বেড়ে,
আমি হীনবল,শৃঙ্খলিত,আজন্ম দলিত নারী
হঠাৎ আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠতে পারি।
আমার সহিষ্ণু রক্তমাংস অজেয় হরমোনে
গড়া এক সুপ্ত আগ্নেয়গিরি,পর্দার আড়ালে ঘরের কোণে
যাকে কাঁথা মুড়ে রাখতে চাও অনন্তকাল,, 
আমি মুক্তকেশীং,দশভূর্জাং ফুঁড়ে যায় ঘরের চাল,,
আমি এ জগৎসংসারে প্রসারিত করে দশটি পাখা
দুর্দমনীয় বৃক্ষের মতো মেলে  ধরি শাখাপ্রশাখা, 
আমি যদিও দাহ্য সমৃদ্ধ হাড় বৃক্ষ, ফুলে ফলে ভরপুর, 
তেমনি শঙ্খ,পদ্ম গদাচক্রে রুখে দিই মহিষাসুর।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ