শারদ সংখ্যা ২০২০ || কবিতা || হেলাল সালাহউদ্দিন




পোস্ট বার দেখা হয়েছে


তীর্থ
হেলাল সালাহউদ্দিন 

পৃথিবী এক বিরল তীর্থ
স্রোতের মতো আসাযাওয়া 
তীর্থযাত্রীর দল অবিরল পায়ে
ডুবডুব অন্ধকারে হেঁটে যায়
পরমা শূন্যের প্রকৌশল 
যেনো ছবি ধ্যানমগ্ন আনন্দ 
প্রভাতের আবীরাভ আকাশে
নিমগন শিল্পীর ব্যথাতুর চোখে
রঙের আল্পনা আঁকা।

সবুজ বনে যখন সন্ধ্যা ভেজে 
বর্শার মতো বর্ষায় লুটেপুটে 
বিস্তৃত ধানখেতে অনুক্ত শিহরণ
তীর্থ তমালিকায় কী বিস্ময় 
রূপ ঝলকে ইন্দ্রিয় নিভে ছাই!

মিছিল ক্লান্ত শরীর এলিয়ে 
একতীর্থ বিষণ্ণ আর্দ্র মায়া
কেউ বলে কেউ নেই কোথায়
প্রহেলিকা ঘেরা স্বপ্ন কুহুরে
নীল পাখি ওড়ে সুনীলে
এমন তীর্থের মতো আর নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ