শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মৌমিতা চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


তুলনারহিত
 মৌমিতা চক্রবর্তী

বৃষ্টিকে আমি খুব ভালোবাসি। 
শুনেই তোমার মুখ ভার
ভেবেছো, এবার এখানেও ভাগের অঙ্ক শেখাবে
যদু মাস্টার। 
না গো, না
তোমার চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি!! 
তবে, বৃষ্টির মধ্যে একটা স্টারডাম আছে। 
অনুযোগ একটি আছে বটে! 
মেকওভারে ও কেতাদুরস্ত
কখনও সদ্য রজঃস্বলা তরুণী
কখনও বৃদ্ধা যামিনী
কখনও দস্যি ঝর্ণা
কখনও রণংদেহী বন্যা। 

কখনও আকাশটাকে নামিয়ে আনে
গর্ভবতীর প্রসবকালে
অসীমের হবে জন্ম নব আনন্দে। 

কখনও আমনের গন্ধে মাতাল করে তোলে 
লাল মাটির উঠোন
তোমার সোনালী আঁচলে স্বস্তিক আলাপন। 

কখনও মরুভূমি ভুলে যায় আগুনে স্বভাব
কাঁটার বনে সূর্যমুখীর অগ্রাধিকার

তবুও ও তুমি নয়
মন্দ ভেবো না আমায়
ভালোবাসা কি আর
 শব্দ তিনে প্রকাশ করা যায়!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ