শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কমলিকা দত্ত




পোস্ট বার দেখা হয়েছে


উহ্য রয়েছে যা কিছু
কমলিকা দত্ত 

দেহজ বাসনার খোঁজে  লীন তাপ বিনিময়ের খেলায়  পোশাকী ভালোবাসা উত্তীর্ণ হয়েছে বহুবার...
মানসিক সুখেরা খিলখিল করে ঝরে পড়েনি অকারণে...
সবই কারন সর্বস্ব, শূন্যস্থানপূরণের খেলা--
শার্টের গায়ে সিঁদুরের লাল,
কিংবা  নোনা চামড়ার পোড়া রন্ধ্রে  আমিষের সুবাস মিশেছে বহুবার... 
অনুভূতিগুলো দ্রবীভূত হয়নি কখনও 
ঘর্মাক্ত আবেগের সাথে...

চাউনির নির্লিপ্ততা বাদের খাতায় পড়ে...
মিনে করা চুড়ি,কিংবা লাল সাদা বেড়িদের ইচ্ছে না অনিচ্ছে ---সে মীমাংসাও  আওয়াজেই সীমাবদ্ধ... 
বারো হাত শাড়ি, বারো মাসে তেরো পার্বণে, অভিযোজিত হয়ে গেছে... 
উষ্ণতার দাবদাহে দাবানল লেগেছে বহুবার 
আগুন জ্বলেছে  বারুদের সংঘর্ষে,অন্তরজুড়ে মহাশূন্যতার আভাস মেলেনি কখনো
এখানে কোথাও মৌসিনরাম গড়ে উঠেছে 
নিরন্তর চাপা ক্ষোভের মুক্তির সন্ধানে, 
কোথাও গড়েছে  বৃষ্টিচ্ছায় নিরস উপত্যকা... 
অভ্যাসের দাসত্বে কর্ষণে মগ্ন উৎপাদক,
 ফসলের জীবনচক্রে বজায় রেখে চলেছে  দাম্পত্যের চিহ্ন  --
মৃত্তিকার বুক চিরে ওঠা আর্তনাদের আওয়াজ শোনেনি কখনো,
তবুও কি ভালোবাসা দাবী করে? 
কোনো কলমের নাবালক আঁচড়ে টানা প্রতিশ্রুতিরা? 

এটাকে প্রবাহ বলতে পার ---
প্রবাহমানতা নয়...
চারটে দেওয়াল শুধু গন্ডীবদ্ধ করে,
তা,তোমার আমার পৃথিবী কখনো নয়.. 
ইঁটে ইঁটে জমে ধূসর জীর্ণ ক্লান্তি, রঙচটা পরিসরে মৃত ঠোঁট ছুঁয়ে সম্পর্কেরা প্রয়োজন বিনিময় করে, নিখাদ আত্ম প্রবঞ্চনা... 
গ্রীণরুম জানে কতটা কাজল, কত মাশকারা লাগে ঐ মহাশূন্যতা ঢাকতে, গাঢ় অবসাদ পলকের কার্নিশ ছাপিয়ে  বার বার হারিয়ে দিয়েছে ভালো থাকা... 
এভাবেই চলে, বিবর্তনের সংসারী ইতিহাস,  
চলরাশিদের চলমানতাই জ্বলন্ত পরিহাস।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ