শারদ সংখ্যা ২০২০ || কবিতা || গোবিন্দ মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে


মনের বাউল
গোবিন্দ মন্ডল

মনের মাঝে যখন তুমি এলে
ফুটলো হেসে অনেক তারার ফুল,
ফুলের মাঝে পেলাম তোমায় খুঁজে
চিনতে কিছু হয়নি সেদিন ভুল।

ভুল যদি হয় এখন চলার মাঝে
ভুল যদি হয় বলতে কিছু কথা,
শুধরে দিও নিজের আপন গুণে,
ভুলিয়ে দিও পুরনো সব ব‍্যাথা।

ব‍্যাথার বাউল আমি যে একজন,
আপন মনে গাইতে থাকি গান,
যেমন করে যখন ওঠে বেজে,
যেমন বাজে ছোট্ট আমার প্রাণ।

তেমন করেই শোনাই বিজন বাঁশি,
যেমন করে প্রাণের গোঠে বাজে,
যেমন করে বাজায় প্রাণের বীণা
নিত‍্য সেজন নিয়ম করে কাজে।

আমি কেবল তেমনি করেই বাজি
আমি কেবল তার‌ সুরে গাই গান,
যেমন করে আমায় দিয়ে বাজায়
যেমন করে দেয় সে ধরে তান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ