শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সৌমিলী চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


প্রহসন
সৌমিলী চট্টোপাধ্যায়

আমার বোধন আমার পূজা
সবই কেবল ভণ্ডামি
বিসর্জনই সত্যি শুধু
মাতৃগর্ভে ফুরিয়ে যায়
 শত সহস্র শিবানী।
কোথায় থাকে ভক্তি তোমার
কোথায় থাকে চেতনা
সত্যি বলো ,আমায় কি বাঁচতে দেওয়া যেতনা???
দিল্লি থেকে কামদুনি নির্ভয়ারা হচ্ছে শেষ 
আমার আসার খবর নাকি
তোমাদের দেয় আনন্দ অশেষ?
যার যত্নে উঠলে বেড়ে
সেই আজ বিতাড়িতা
মাতৃরূপের পূজার আমার
কি রয় তবে সার্থকতা??
মূর্তি রূপে পূজ্য যাকে
মানস রূপে তারই খুন
এ তোমাদের কি প্রহসন
এই কি তবে মানবতার গুন???

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ