শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বিশ্বজিত পাল




পোস্ট বার দেখা হয়েছে


বিব্রত
বিশ্বজিত পাল

তোমার পুত্ররা বিব্রত মাগো নেইগো কোন দিশা
যখন,তখন নারী বধে হয়েছে তাদের নেশা।
ধর্ষণ থেকে হত্যা মাগো আর সহেনা পরাণে
মাতৃকূল ধ্বংসের পথে কেন বিনা কারনে?

থামাও মাগো তোমার ছেলেদের থামাও তাদের শক্তি
অশুভ তারা,কুলাঙ্গার ওরা নেইকো কোন ভক্তি।
তাদের তরে ধেয়ে আসবে দেশের রসাতল
তারাই নিত্য করে যাচ্ছে দেশের অমঙ্গল।

দেশমাতারই সম্মান তারা করছে ভুলণ্ঠিত
হাজার মায়ের অশ্রু ঝরায় করছে লাঞ্ছিত।
শত্রুর চেয়েও শত্রু মাগো ওই পাপিষ্ঠের দল
তোমার তেজে বিনাশ করো অসভ্যদের বল।

এতো সাহস কোথায় থেকে পাইযে মাগো তারা
চলার পথে মাতৃজাতির করছে সম্ভ্রমহারা?
ধ্রুপদীদের বস্ত্রহরণ আর কতোকাল চলবে-
সময় থাকতে থামাও মাগো নইলে তুমি মরবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ