শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শিখা পাল




পোস্ট বার দেখা হয়েছে

হাহাকার 
শিখা পাল

" ভালো আছি,  ভালো আছি " বারবার শুধু বলি
  মিথ্যে দিয়ে শুধুই সত্য ঢাকি , 
  ভালো না থাকাটা যদি অপরাধ হয়
   বাঁচার জন্য সবটাই যেনো  ফাঁকি। 

   মুখে হাসি নিয়ে অবসাদ টুকু ঢাকি
  বাঁচার ইচ্ছা প্রতিদিন হয় ক্ষীণ , 
  এতো হাহাকার চারিপাশে ছড়াছড়ি 
  একটু একটু একা হই প্রতিদিন । 

  মনের ভেতর অযুত প্রতীক্ষা 
  জানি বেঁচে থাকা সহজলভ্য নয়, 
  চিতার আগুনে অগ্নিশুদ্ধ হই 
  জেনো,  বজ্রকণ্ঠ আকাশও করে ভয়।

  মহা মিছিলের পুরোভাগে দেশপ্রেম 
  পিছন দরজা খুলে রেখে দেখো খালি,
  ভগ্নস্তূপে চাপা দেওয়া আছে লাশ
  রক্ত ঝরিয়ে কুড়িয়েছো হাততালি। 

  সন্তান হারা মায়ের কান্না শুনি
  পেশীর প্রতাপে যাদের করেছো ছিন্ন,
  জেগে আছে ওরা সূর্যোদয়ের প্রাতে
  শেখাবেই ওরা - মিথ্যে মাটিতে ফুলের গন্ধ ভিন্ন।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ