শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মহুয়া ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে


প্রতিক্ষা 
মহুয়া ব্যানার্জী

সদ্য কৈশোরে প্রষ্ফুটিত দুটি হৃদয়।
পলাশের রঙে রঙিন হয়ে উঠেছে
দুটি মন,দুটি প্রাণ.......

ভালোবাসা তার তুলির ছোঁয়া
বুলিয়ে দিয়ে গেছে অতি সযত্নে.......

শুধু নয়নে নয়ন মিলিয়ে
একটিবার চেয়ে দেখা.....

তারই অপেক্ষায়
বারে বারে ছুঁটে যায় দুটি প্রাণ.....

হাতে হাত রেখে হৃদয় স্পর্শ-
 করতে চায় দুটি মন.....

একটু লাজুক হাসি
শিহরণ জাগায় প্রতিক্ষনে.....

লোকচক্ষু এড়িয়ে পাওয়া গোলাপটি,                      অতি সযত্নে ঠাঁই পায় 
খাতার পাতায়.....

নিঃস্তব্ধ রাতের আঁধার,
কাকভোরের কুয়াশা ঘণ অন্ধকার,
সবই যেন ভালোবাসা ছড়ায়......

মিলনের অদম্য কৌতূহল, 
কোথা হতে বাঁধ সাজে 
 সময়ের বেড়াজাল... 

ভালোবাসা পিপাসার
তৃষ্ণা মেটাতে.....

অবশেষে শুরু হয়,
অঙ্গীকারের হাত ধরে,
প্রতীক্ষাময় জীবন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ