শারদ সংখ্যা || কবিতা || পরিণীতা কলিতা




পোস্ট বার দেখা হয়েছে

একদিন আমি যুদ্ধ ঘোষণা করবো
  পরিণীতা কলিতা

নদীর স্রোতকে দুভাগ করবো
গলা চেপে ধরবো বায়ুকে
গাছগুলোকে ফাঁসি দেবো
দিনকে লেংটা করবো
রাতক পুড়িয়ে দেবো ৷

রক্ত খাওয়া পিশাচর হাত অর্পণ করবো
সৃষ্টির দুটো হাত,
একদিন রক্ত ছড়িয়ে দেব একটা রাস্তায়
শান্তির দণ্ড গুজে দেবো
মাটি ফেটে আসবে
আমার স্বপ্নের দেশ
নিমিষে শেষ হ'বে
ভগ্ন চুক্তি
অচেনা রং ছড়িয়ে উড়ে আসবে
একঝাক সুখের চড়াই 
একদিন এমন করেই আমি
যুদ্ধ ঘোষণা করবো ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ