শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রাণু গুহ




পোস্ট বার দেখা হয়েছে


ভবিতব্যের নির্বাসন
রাণু গুহ

ফিরে এলাম রূপকথার অনন্ত গভীরে দেখি দরজার সামনে বসে আছে এক বিদূষী,
সে সময় কে পাহারা দিচ্ছে, 
অতীতে কে ফিরেছে আজ পর্যন্ত, তোমার চোখে রূপসী বাংলা ছবি, তোমার চোখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'
তোমার চোখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রামের সুমতি', 
তোমার চোখে রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি', 
ফিরে কি দেখতে চাও?
 উদাস হাওয়ায় উড়ে গেল বিদূষীর শরীর,
দরজা খুলতেই চোখে আসে সব চেনা অবয়ব 
টালির ছাউনি দেওয়া দুটো ঘর,
মস্ত উঠোনের মাঝে তুলসী মঞ্চ, 
কলের হাতলে ঝুলে পড়া শৈশব, ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এক সংসার, 
ধীরে ধীরে বেঁচে উঠল কৈশর কাল,
দেখি আমার লম্বা ফ্রকের ঝুলে জড়ো হয়েছে ব্যাকুল অপরাহ্ন,
ফ্রকের লতাগুল্ম বেয়ে উঠে আসছে পর্ণমোচী দল,
চোখের জলে বাণ ডাকলো 
সর্ব শরীর ভিজিয়ে আমি চোখ মেললাম পুবের আকাশে,
সেখানে জেগে উঠল সূর্য শিখায় ঝলসানো হাজারো মুখচ্ছবি, পূব-পশ্চিম উত্তর-দক্ষিণ আমার কানে আসছে শুধু মর্মর ধ্বনি, চারিদিকে  বিষাদের কোলাহল, অর্ধরাতের চৌকাঠ পেরিয়ে 
ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম ভবিতব্যের নির্বাসনে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ