শারদ সংখ্যা ২০২০ || কবিতা || না হি দ




পোস্ট বার দেখা হয়েছে


ঝুমবৃষ্টির স্বাদ
না হি দ 


ভিন্ন ভিন্ন যুগগুলো স্বপ্নস্মৃতির দপ্তরে পড়ে থাকে, লালসুতোয় বাঁধা
আপত্তিকর বা বিভ্রান্তিকর তথ্যের স্তূপ নাকি মর্জিমাফিক ধাঁধা—
প্রায়ই ভাবায় দিনের শুরুর খুশবুদার উঠোনে, যেন চৌঘুড়ি আমার
আবাদিজমির মতোই চাষ করে মগজের ক্ষেতখামার
গাড়িয়াল নিয়ে চলে কাদামাটি মাড়িয়ে সবুজপ্রাণে
তোয়াজ-তদারকে আড়মোড়া ভেঙে তোলে সূর্য রহস্যগানে

বৃষ্টিদেখা ভোরের আলোটুকু মেখে নত হই তোমার কৌণিকছায়ায়
জন্মগত আর্তনাদ কখনও যে বুদ্ধু বানায় তাও বুঝি কারচুপি-আয়নায়  
শরীরের বিশাল সাগরে রক্তের নুড়িগুলো মাঝেমধ্যে তড়পায়
ঘর্মাক্ত বৈশিষ্ট্যে অস্থিরতার স্বাদ দেয় ঝুমঝুমবৃষ্টির সহযাত্রায়

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. মাশাআল্লাহ অসাধারণ কথা মালার সমাহার ❤❤ জীবন চক্রের একগুচ্ছ বাস্তবিক অর্থে অর্থবহ প্রতিটি লাইন ।শুভ কামনা রইলো কবি ❤❤

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতায়। অশেষ শুভেচ্ছা ও শুভকামনা আপনার প্রতি। ভালো থাকবেন নিরন্তর 🌹🌸🌹

      মুছুন