অন্য শরৎ.. || ড:বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার




পোস্ট বার দেখা হয়েছে

 অন্য শরৎ.. কলমে , ড:বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার

কিভাবে মিলে যায় ঐতিহ্যের সঙ্গে ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সংস্কৃতি  কেউ জানতেও পারিনা।শরৎ এর শেষে হেমন্তের শুরুতে বঙ্গে আমরা পুরো কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালি।কথিত আছে পূর্ব পুরুষ দের বিদেহী আত্মা এই একমাস প্রদীপের পথ দেখে গৃহে ফিরে আসেন।চিনে নেন ভিটে খানি।মাস শেষ হলে আবার তারা ফিরে যান।

আর পাশ্চাত্য সংস্কৃতিতে অক্টোবর মাসের শেষ দিনটি অল হ্যালোজ ডে বা অল সেইন্টস ইভ নামে পালন করা হয়।এই দিনটি নিবেদন করা হয় সব মৃত জন,সাধু,শহীদ ও সকল মৃত বিদেহী আত্মাদের স্মরণে ।এর মূল থিম হলো মৃত্যুকে হাসতে হাসতে বরণ করো।সেই ক্ষমতার সঞ্চার করো নিজের অন্তরে।

বন ফায়ার,আজব পোষাকের পার্টি,ভয়ের স্থান ভ্রমণ, ভয়ের ছবি দেখা ইত্যাদির মাধ্যমে উৎসব টি পালন করা হয়। আইরিশ ও স্কটিশ র এই ঐতিহ্যের প্রথম ধারক।এটি পালিত হয় যুক্তরাষ্ট্র,কানাডা, আয়ার ল্যান্ড, পুয়ের্তো রিকো, যুক্ত রাজ্য,জাপান,অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডে।

অক্টোবরের সুন্দর এই সন্ধ্যা কে স্মরণ পূর্বক আছে বেশ কিছু সাহিত্য।তারই মধ্যে একটি অনুবাদ আকারে তুলে ধরলাম..

Theme In Yellow

Carl Sandburg


I SPOT the hills

With yellow balls in autumn.

I light the prairie cornfields

Orange and tawny gold clusters

And I am called pumpkins.

On the last of October

When dusk is fallen

Children join hands

And circle round me

Singing ghost songs

And love to the hervest moon

I am a jack-o'-lantern

With terrible teeth

And the children know

I am fooling.


হলুদের ভাবনাপট..


আমি পাহাড় গুলি নিশানা করতে পারি..

শরতের হলুদ বল এর সাথে

আমি প্রেইরীর ক্ষেতগুলি আলোকিত করি..

কমলা ও তামাটে সোনালী গুচ্ছ হতে

এবং

আমাকে ডাকা হয় কুমড়ো নামে..

অক্টোবরের শেষে যখন সন্ধ্যা নামে

শিশুরা হাতে হাত ধরে

এবং

আমার চারিপাশে বৃত্ত সৃষ্টি করে

অশরীরীর গান করে...

এবং

ফলিত চাঁদকে ভালোবাসে

আমি যেনো একটি জ্যকও লণ্ঠনের মত

ভয়ানক দন্ত বিকশিত

এবং

শিশুরা জানে..

আসলে আমি ফাঁকি দিচ্ছি কত।

হ্যাপি হ্যালোইন...👻👻

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ