শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রীমন্ত দে




পোস্ট বার দেখা হয়েছে


উত্থান-পতন
শ্রীমন্ত দে

জীবনে যেমন উত্থানের কল্পতরু থাকে,
তেমনি তাকে পতনের অসিপত্রবৃকষ।
কোথাও স্বর্গ,আবার কোথাও নরক,
কোথাও প্রাচুর্য,আবার কোথাও নিঃস্বতা।
জীবনগীতি কখনও এক সুরে বাজে না,
সুখ-দুঃখের মিশ্র রাগ বাজতে থাকে।
একটা জিনিসের দীর্ঘসূত্রতা একঘেয়েমিতা আনে,
তাই চাই বৈচিত্র্য, চাই স্বাদের রকমফের।
নানান রসে গ্রথিত হয় হয় জীবন কাহিনী,
ঠিক যেন সিনেমা,যাত্রা কিংবা থিয়েটারের মত।
কি হবে পতনে সামুদ্রিক শোক করে,
একদিন এই মহাশূন্যতা তো গ্রাস করবেই।
প্রতিটি জীবনের পাণ্ডুলিপি এক একটা মহাকাব্য,
এখানে জোয়ার-ভাটা হয় অমাবস্যা-পূর্ণিমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ